নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৮০। আইনপ্রণয়ন-পদ্ধতি
৮০। (১) আইনপ্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত প্রত্যেকটি
প্রস্তাব বিল আকারে উত্থাপিত হইবে;
(ক)
আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে সাধারণ ভোটে সংসদে গৃহীত হইবে।
(খ) সংবিধান
সংশোধন সহ অন্য সকল ক্ষেত্রে বিভক্তি ভোটে সংসদে গৃহীত হইবে।
(গ)
প্রধানমন্ত্রী, না থাকলে উপপ্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে স্পিকার যেকোনো বিল বিভক্তি ভোটে বা সুপ্রিম
ভোটের জন্য সংসদে উত্থাপন করিবেন।
(২) সংসদ কর্তৃক কোনো বিল গৃহীত হইলে সম্মতির জন্য তাহা
রাষ্ট্রপতির নিকট পেশ করিতে জাতীয় পরিষদে উত্থাপন
করা হইবে।
[(৩) জাতীয় পরিষদে উত্থাপন
করিবার পর পনের দিনের মধ্যে জাতীয় পরিষদ তাহাতে এই সংবিধানের ৪৮গ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী সম্মতিদান করিবেন কিংবা অর্থবিল ব্যতীত অন্য কোন
বিলের ক্ষেত্রে বিলটি বা তাহার কোন বিশেষ বিধান পুনর্বিবেচনার কিংবা জাতীয় পরিষদ
কর্তৃক নির্দেশিত কোনো সংশোধনী বিবেচনার অনুরোধ জ্ঞাপন করিয়া একটি বার্তাসহ জাতীয়
পরিষদ বিলটি সংসদে ফেরত দিবেন; কিংবা জাতীয় পরিষদ বিলটিতে সম্মতিদান করিলে
রাষ্ট্রপতি সম্মতিদান করিবেন বা তিনি সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে।
(৪) জাতীয় পরিষদ যদি বিলটি
অনুরূপভাবে সংসদে ফেরত পাঠান, তাহা হইলে সংসদ জাতীয়
পরিষদের বার্তাসহ তাহা পুনর্বিবেচনা করিবেন; এবং
সংশোধনীসহ বা সংশোধনী ব্যতিরেকে সংসদ পুনরায় বিলটি গ্রহণ করিলে সম্মতির জন্য তাহা
জাতীয় পরিষদে উপস্থাপিত হইবে এবং অনুরূপ উপস্থাপনের সাত দিনের মধ্যে জাতীয় পরিষদ
বিলটিতে এই সংবিধানের ৪৮গ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী সম্মতিদান করিবেন; এবং জাতীয় পরিষদ বিলটিতে
সম্মতিদান করিলে রাষ্ট্রপতি সম্মতিদান করিবেন বা তিনি সম্মতিদান করিয়াছেন বলিয়া
গণ্য হইবে। নতুবা বিলটি বাতিল হয়ে যাবে।]১
(৫) সংসদ কর্তৃক গৃহীত
বিলটিতে রাষ্ট্রপতি সম্মতিদান করিলে বা তিনি সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইলে
তাহা আইনে পরিণত হইবে এবং সংসদের আইন বলিয়া অভিহিত হইবে।
“১। (৩) রাষ্ট্রপতির নিকট কোন বিল পেশ করিবার পর
পনর দিনের মধ্যে তিনি তাহাতে সম্মতিদান করিবেন কিংবা অর্থবিল ব্যতীত অন্য কোন
বিলের ক্ষেত্রে বিলটি বা তাহার কোন বিশেষ বিধান পুনর্বিবেচনার কিংবা রাষ্ট্রপতি
কর্তৃক নির্দেশিত কোন সংশোধনী বিবেচনার অনুরোধ জ্ঞাপন করিয়া একটি বার্তাসহ তিনি
বিলটি সংসদে ফেরত দিতে পারিবেন; এবং রাষ্ট্রপতি তাহা করিতে
অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য
হইবে।]
(৪) রাষ্ট্রপতি যদি বিলটি অনুরূপভাবে সংসদে ফেরত পাঠান, তাহা হইলে সংসদ রাষ্টপতির বার্তাসহ তাহা পুনর্বিবেচনা করিবেন; এবং সংশোধনীসহ বা সংশোধনী ব্যতিরেকে 2[***] সংসদ পুনরায় বিলটি গ্রহণ করিলে সম্মতির জন্য তাহা
রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে এবং অনুরূপ উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি
বিলটিতে সম্মতিদান করিবেন; এবং রাষ্ট্রপতি তাহা করিতে অসমর্থ
হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে”
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"